সারাদেশ

বেতন বোনাস পরিশোধের দাবিতে ওএসকে শ্রমিক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২০ মে ২০২৪ , ৪:০৭:৩৬ প্রিন্ট সংস্করণ

বেতন বোনাস পরিশোধের দাবিতে ওএসকে শ্রমিক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত
বেতন বোনাস পরিশোধের দাবিতে ওএসকে শ্রমিক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

গার্মেন্টস, কটন-টেক্সটাইল ও লোকাল গার্মেন্টস (দর্জি) সেক্টরের শ্রমিকদের সকল বকেয়া পাওনাসহ বেতন বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধ করার দাবিতে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেডারেশনের ময়মনসিংহ জেলা কমিটি ও দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

অদ্য (২০ মে) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান দুলাল এবং পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ওএসকে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বাবলী আকন্দ। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু, ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, ময়মনসিংহ জেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজিজ মোল্লা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রতিটি ঈদ উৎসবেই পোশাক শ্রমিকরা তাদের বেতন বোনাসের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়। কারণ ঈদের কেনাকাটা করার জন্য বেতন বোনাস যে সময়ে পাওয়া উচিত শ্রমিকরা সে সময় তা পায় না। এমনকি বেতন বোনাসের জন্য ঈদের দিনও শ্রমিকদের রাস্তায় আন্দোলন করতে হয়। তারপরও অনেক কারখানার মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করে না। তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন বোনাসের জন্য যেমন রাস্তায় নামতে হয়, তেমনি কটন-টেক্সটাইলের শ্রমিকরাও গেজেট অনুযায়ী বোনাস না পেয়ে তাদেরও আন্দোলনে নামতে হয়। একই সাথে লোকাল গার্মেন্টস দর্জি শ্রমিকদেরও গেজেট অনুযায়ী ১ মাসের মজুরির সমপরিমাণ বোনাস প্রদান করা হয় না। ঈদুল আযহা’কে সামনে রেখে পোশাক খাতের অন্তর্ভুক্ত গার্মেন্টস, কটন-টেক্সটাইল ও দর্জি শ্রমিকদের সকল বকেয়াসহ বেতন-বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধ করার জন্য সমাবেশে নেতৃবৃন্দ আহবান জানান। নির্ধারিত সময়ে মালিকদের বেতন-বোনাস পরিশোধ করার জন্য সরকারের দায়িত্বশীল সংস্থাসমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নেতৃবৃন্দ আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা শহরের গাঙ্গিনারপাড় এলাকায় সূচনা পয়েন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এবং কর্মসূচির সমাপ্তি করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত