সারাদেশ

দেবহাটায় অত্যাচারে ঘর ছাড়া হিন্দুপরিবার,বেড়েছে চুরি-ডাকাতি

  দেবহাটা প্রতিনিধিঃ ইব্রাহীম হোসেন ৭ আগস্ট ২০২৪ , ১০:০৭:৪৪ প্রিন্ট সংস্করণ

দেবহাটার মাঘরী গ্রামের বিএনপি কর্মী রিজুর অত্যাচারে ঘর ছাড়া একটি হিন্দু পরিবার। গত (৫ আগষ্ট) শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দে মেতে ওঠে সর্বস্থরের জনসাধারণ। এই সুযোগে ওই রাতে বিভিন্ন এলাকায় লুটপাট করে মাঘরী গ্রামের আসমোতুল্লাহ সরদারের ছেলে রেজু সরদারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী। অভিযান চালানো হয় মাঘরী ঘোষপাড়ার ব্রজগোপাল ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ ও মৃত্যুঞ্জয় ঘোষ (বাবু) এর বাড়িতে।
নির্যাতিত পরিবারের সদস্যরা জানান, বিজয় আনন্দের রাতে রিজু বাহিনী তাদের বাড়িতে ঢুকে ভাংচুর ও লুটপাট করে। এসময় টাকা ও স্বর্ণলাঙ্কার বের করে দিতে না চাইলে ব্রজগোপাল ঘোষ (৬৫) ও তার স্ত্রী নমিতা রানী ঘোষ (৫৭) কে পিটিয়ে জখম করে। পরে ঘরের ভিতরে প্রবেশ করে ১ লাখ ৩০ হাজার নগদ টাকা ও সাড়ে ৩ ভরি সমপরিমান স্বর্ণলাঙ্কার লুট করে নিয়ে যায় তারা। এদিকে পরিবারের ওই দুই বৃদ্ধ সদস্য আহত হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনা স্থানীয় জামায়াত-বিএনপি নেতাকর্মীদের জানানো হলে পরদিন রাতে পুনরায় ওই বাড়িতে গিয়ে আবারো তান্ডব চালিয়ে ভাংচুর ও লুট করে রেজু বাহিনী। এরপর প্রতিবাদ করা হলে ওই বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে নামধারী সন্ত্রাসীরা। বর্তমান পরিবারটি ঘর ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এছাড়া ওই রাতে সন্ত্রাসী হামলা চালানো হয় ঈদগা বাজারের সঞ্জিত স্টোরে। বাজারের নৈশ্য প্রহরীকে জিম্মি করে দোকানের তালা কেটে ভিতরে থাকা নগদ টাকা, মোবাইল, বিভিন্ন কোম্পানির রিসার্স কার্ড, চাউলের বস্তা সহ বিভিন্ন মালামাল লুট করা হয়। অপরদিকে একই রাতে পাশের গ্রাম চকমোহাম্মাদালীপুর জামে মসজিদের মুসল্লিদের ব্যবহৃত টিউবওয়েল চুরি করে নিয়ে যাওয়া হয়। এছাড়া বিভিন্ন বাড়ি থেকে বৈদ্যুতিক মটর সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে।

আরও খবর

                   

সম্পর্কিত