রাজনীতি

হাসিনার ক্ষমতাকালে ভারতের কাছে বাংলাদেশ জিম্মির মতো অবস্থায় ছিল,রুহুল কবির রিজভী

  সকালের দুনিয়া ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৪ , ৫:৫৯:৪৪ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী ,বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন ভারতের কাছে বাংলাদেশ জিম্মি থাকার মতো অবস্থায় ছিল। জুলাই বিপ্লবের পর ভারত আবার একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে। তবে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমরা লড়াই করব ও সংগ্রাম চালিয়ে যাব।

আজ বুধবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায়।

বাংলাদেশ প্রশ্ন এলেই ভারতে রসুনের মতো সবাই এক হয়ে যায় উল্লেখ করে রুহুল কবির বলেন, ‘এর কারণ একটাই তা হলো শেখ হাসিনা কেন বাংলাদেশের মসনদে নেই। শেখ হাসিনা মোদি ও মমতাদের কাছে এত প্রিয় কেন? এর কারণ শেখ হাসিনা বিনা পারিশ্রমিকে ও বিনা টাকায় ভারতকে যা দিয়েছে, ‍সেটা জাতীয়তাবাদী চিন্তার কোনো মানুষ কখনো দেবে না।’

ভারতকে সাতটি বিদ্যুৎকেন্দ্র বিনা দরপত্রে দেওয়া হয়েছে উল্লেখ করে রুহুল কবির বলেন, মমতা তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে দিচ্ছেন না। সে জন্য তো হাসিনা কোনো কথা বলেননি। সীমান্ত হত্যাসহ ভারতীয় আগ্রাসন নিয়েও হাসিনা কোনো কথা বলেননি। এসব কারণেই হাসিনা ভারতের কাছে এত প্রিয়। অথচ বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে এর প্রতিবাদ করত। জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয় তুলে ধরত।

আরও খবর

                   

সম্পর্কিত