প্রচ্ছদ

সাজেকে আটকা ৪ শতাধিক পর্যটক

  অনলাইন ডেস্ক ৩ আগস্ট ২০২৪ , ১১:৩১:৫৩ প্রিন্ট সংস্করণ

টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে যাওয়ায় রাঙামাটির ভূস্বর্গখ্যাত সাজেকে আটকা পড়েছেন প্রায় চার শতাধিক পর্যটক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ৩৪ জন পর্যটক সাজেকে ঘুরতে গেছেন। আগে থেকেই সেখানে আরও সাড়ে তিনশ পর্যটক ছিলেন। সব মিলে চার শতাধিক পর্যটক সেখানে আছেন। খাগড়াছড়ি সড়কের বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে আছে। সড়ক ডুবে থাকায় পর্যটকরা আটকা পড়েছেন। যারা আছেন তারা যাতে ভালো থাকেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে পানি কমে না এলে বিকালের অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন কেউ যাতে সাজেক ভ্রমণে না আসেন, তাদের সে পরামর্শ দিচ্ছি আমরা।

সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্তাধিকারী ইন্দ্রজিৎ চাকমা বলেন, পর্যটকরা বর্তমানে সাজেকে ঘুরেফিরে সময় কাটাচ্ছেন। কোনো অসুবিধা নেই। পানি কমলে হয়তো বিকেলে পর্যটকরা চলে যেতে পারবেন।

আরও খবর

                   

সম্পর্কিত