স্পোর্টস ডেস্ক ২ নভেম্বর ২০২৪ , ৯:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ
বছর ব্রাজিলের জার্সিতে আর খেলা হচ্ছে না নেইমারের। চোট কাটিয়ে মাঠে ফিরলেও বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে যে জায়গায় হয়নি তাঁর।
গতকাল রাতে ঘোষিত এই দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ‘সেলেসাও’রা।
নেইমারের জন্য ‘ধৈর্য’ ধরে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের
এক বছরের বেশি সময় দলের বাইরে থাকার পর এ মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমারে। এর আগে নেইমারের জন্য সবাইকে ‘ধৈর্য’ ধরার কথাও বলেছিলেন কোচ দরিভাল জুনিয়র। কিন্তু সেই অপেক্ষা এ বছর আর শেষ হচ্ছে না। আপাতত নেইমারকে বাইরে রেখেই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন দরিভাল।