প্রচ্ছদ

তৃতীয় ওয়ানডেতেও ব্যাটিং ধসের কবলে পড়েছে বাংলাদেশ

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৪ , ৫:০০:০০ প্রিন্ট সংস্করণ

নারী ক্রিকেট দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ব্যাটিং ধসের কবলে পড়েছে বাংলাদেশ
নারী ক্রিকেট দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ব্যাটিং ধসের কবলে পড়েছে বাংলাদেশ

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও সুমাইয়া আক্তার ফিরেছেন যথাক্রমে ৫ ও ০ রানে। টপ অর্ডার ব্যাটার মুর্শিদা খাতুনের সংগ্রহ ছিল ৮। মিডল অর্ডারে ব্যাট হাতে নুন্যতম প্রভাবও রাখতে পারেননি রিতু মনি ও ফাহিমা খাতুন। দুজনই ১ ও ০ রানের মামুলি সংগ্রহের পর আউট হয়েছেন। 

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, টস হেরে ব্যাটি

লোয়ার-মিডল অর্ডারে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে এসেছে ১০ রান। অন্যদিকে টেইলে রাবেয়া খান, নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ক্রিজ ছাড়া হয়েছেন ৪, ০ ও ১০ রানে। তবে মারুফা আক্তার অপরাজিত ছিলেন ১৫ রানে। দলের সর্বোচ্চ ২১ রানের জুটি দেখা গেছে ষষ্ঠ উইকেটে, জ্যোতি ও স্বর্ণার মধ্যে।

অজিদের হয়ে অ্যাশলে গার্ডনার, কিম গ্রাথ তিনটি করে এবং এলিস পেরি ও সোফি মোলিনাক্স দুটি করে উইকেট নিয়েছেন।

আরও খবর

                   

সম্পর্কিত